Wellcome to National Portal
Main Comtent Skiped

How to visit

চট্টগ্রাম হতে রাজস্থলী 

বহদ্দারহাট হতে  রাঙ্গুনিয়ার লিচুবাগান আসতে হবে, এক্ষেত্রে এবি ট্রাভেলস বাস সার্ভিসসহ অন্যান্য বাস বহদ্দারহাট হতে লিচুবাগানের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ছেড়ে যায়। এছাড়া কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজিযোগে লিচুবাগান আসা যেতে পারে। লিচুবাগান পৌছানোর পর চন্দ্রঘোনা ফেরীঘাটে কর্ণফুলী নদী পার হয়ে কাপ্তাই উপজেলার রাইখালী উপজেলায় প্রবেশ করতে হবে। ফেরী ঘাটের রাইখালী প্রান্ত হতে সিএনজি বা অন্যান্য যানবাহনযোগে বাঙ্গালহালিয়া বাজার হয়ে রাজস্থলী উপজেলা সদরে আসা যাবে। চন্দ্রঘোনা ফেরীঘাট হতে রাঙ্গামাটি হতে আগত রাজস্থলী অভিমূখী বাসযোগেও রাজস্থলী গমন করা যাবে।


রাঙ্গামাটি হতে রাজস্থলী 

রাঙ্গামাটি থেকে রাজস্থলী উপজেলা পর্যন্ত বাস সার্ভিস রয়েছে উক্ত বাসযোগে রাজস্থলী আসা যাবে। এছাড়া সিএনজিযোগে ঘাগড়া > বড়ইছড়ি > লিচুবাগান পৌছে চন্দ্রঘোনা ফেরী পার হয়ে রাইখালী > বাঙ্গালহালিয়া হয়ে রাজস্থলী পৌছানো যাবে 


বান্দরবান হতে রাজস্থলী 

বান্দরবান রোয়াংছড়ি বাস স্টেশন হতে সিএনজি বা অন্যান্য যানবাহনযোগে বাঙ্গালহালিয়া হয়ে রাজস্থলী সদরে আসা যাবে।